Duration 27:55

কম খরচে মালদ্বীপ ভ্রমণ | maldives vlog | maldives island | maldives | Maafushi island | MaKsud HiLali

686 012 watched
0
9.1 K
Published 11 Jun 2020

কম খরচে মালদ্বীপ ভ্রমণ | maldives vlog | maldives island | maldives | Maafushi island |MaKsud Face book Page https://www.facebook.com/Hilali-491908054161554 ✅কখন যাওয়া উচিত : বীচ এরিয়া সবসময়ই গরম থাকে, তাই নভেম্বর থেকে মার্চ পর্যন্ত মালদ্বীপ বেড়ানোর সঠিক সময়। এই সময় আবহাওয়া ও পারফেক্ট থাকে। নীল আকাশ আর শরতের মতো মেঘের ভেলা 😍 আমরা সসম্পূর্ণ নিজেরাই সব ব্যবস্থা করেছি, কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাই নি। নিশ্চিন্তে agoda, booking.com, Google এর মাধ্যমে সব করতে পারবেন। ✅কিভাবে যাবেন ভিসা ও ইমিগ্রেশন : মালদ্বীপে সরাসরি কোন ফ্লাইট নাই, শ্রীলঙ্কা ট্রানজিট করে যেতে হবে। শ্রীলঙ্কান এয়ারে ৪৫০০০/- আপ ডাউন ১ জনের। কিন্তু যদি ২ মাস আগে টিকেট করতে পারেন তাহলে। মালদ্বীপে অন এরাইভাল ৩০ দিনের ভিসা দেয়। আপনি ফ্লাইটে থাকা অবস্থায় ইমিগ্রেশন কার্ড পূরন করে ফেলতে পারবেন। অবশ্যই হোটেল বুকিং এর কপি ইমিগ্রেশনের সময় দেখাতে হবে। নয়তো অনেক ঝামেলা করবে। কারণ প্রচুর বাংলাদেশি টুরিস্ট ভিসায় গিয়ে থেকে যায়। অবশ্যই প্ল্যানটা এমন ভাবে করবেন যেন শুক্র এবং শনিবার আপনার মালদ্বীপ না থাকা লাগে, কারণ শুক্র শনি বার ওদের সাপ্তাহিক ছুটি। আর শপিং মল, দোকান, এমন কি পাবলিক ফেরিও বন্ধ থাকে। তাই চেষ্টা করবেন প্ল্যানটা যেন উইকেন্ডে না হয়। ✅থাকার খরচ: মালদ্বীপে সব কিছুতেই ২৫% ট্যাক্স দিতে হয়। আমরা ১ম রাত মালে তে, ২য় ও ৩য় রাত মাহফুসি তে, ৪র্থ ও ৫ম রাত হুলহুমালে তে ছিলাম। এছাড়া ১ দিন ফুল ডে ট্রিপে আদারান দ্বীপে গিয়েছিলাম। আর ভিলিংগিলি দ্বীপে। মালে তে মালে সিটির হোটেলে মেলরোসে ছিলাম. কুইন বেড 70 ডলার পার নাইট। মাহফুসিতে হোটেল সানরাইজ এ ছিলাম। কুইন বেড - 65 ডলার পার নাইট। (এই হোটেলে প্রাইভেট বিচ আছে) হুলহুমালে তে গ্রান্ড বিচ এন্ড স্পা তে ছিলাম। কুইন বেড - 70 ডলার পার নাইট। ✅খাওয়া খরচ : মালদ্বীপে খাওয়ার বিলের উপরও ২৫% ট্যাক্স দিতে হবে। মালদ্বীপের রুপি যেহেতু আমাদের দেশের টাকার থেকে বেশি সেহেতু সবকিছুর দামই বেশি লাগবে। আর দ্বীপ অঞ্চল সব কিছুই ওদের আমদানী করায় দাম বেশি। মালে সিটিতে আশেপাশে অনেক হোটেল আছে, সব হোটেলেই বাংলা খাবার পাওয়া যায়। লাঞ্চ আর ডিনার করতে ২ জনের ১৫-২০ ডলার লাগবে। মাহফুশিতে সব থেকে বেস্ট খাবার সানরাইজ হোটেলের রেস্টুরেন্টে ৮-১০ ডলার পার পারসন পারফেক্ট Buffet লাঞ্চ, ডিনার করতে পারবেন। হুলহুমালে তে ফ্রুটস মার্কেটের কাছে একটা হোটেল আছে ওই হোটেলের খাবার খুব ভালো। ✅কোথায় কোথায় ঘুরবেন এবং যাতায়াত খরচ : প্রায় 1200 দ্বীপ নিয়ে মালদ্বীপ, আপনার পছন্দ মত যে কোন দ্বীপে ঘুরতে পারেন। আমরা যেসব জায়গায় গিয়েছি তার ফুল ডিটেইলস লিখছি। প্রথমে এয়ারপোর্টে নেমেই হোটেল যাওয়ার জন্য ট্যাক্সির দরকার হবে,এয়ারপোর্টে নেমেই ডলার থেকে রুপি করে নিতে হবে ট্যাক্সি ভাড়া দেয়ার জন্য।কারণ বাংলাদেশে মালদ্বীপের রুপি পাওয়া যায় না। মালে সিটিতে ট্যাক্সি ভাড়া ফিক্সড, আপনি সিটির মধ্যে যেখানেই যাবেন ৫ রুপি ভাড়া। মালে সিটি থেকে বিভিন্ন আইল্যান্ড গুলোতে স্পীডবোট, এয়ার ট্যাক্সি, পাবলিক ফেরি ইত্যাদি করে যেতে পারবেন। মালে সিটিতে Independent Square, Islamic center, masjid al sultan ইত্যাদি জায়গায় যেতে পারেন। হুলহুমালে শহরটা অসম্ভব সুন্দর 😍 হুলহুমালের বিচ, পার্ক আর শহরের রাস্তা গুলো দিয়ে হাটতেও ভালো লাগবে😊 ভিল্লিংগিতে আমরা সানসেট দেখবো বলে গিয়েছিলাম, এই দ্বীপটি মূলত রেসিডেনশিয়াল এরিয়া। বিকেলটা সমুদ্রের পারে কোন পাথরের উপর বসে কাটিয়ে দিতে পারেন আর হা মালদ্বীপের সব জায়গার পানিই ক্রিস্টাল ক্লিয়ার তাই যেখানেই জান না কেনো পানির নিচের সব মাছ দেখা যাবে ✅টিপস আমি বাংলাদেশ থেকে snorkelling এর জন্য snorkeling Glass কিনে নিয়ে গিয়েছিলাম। কারণ মালদ্বীপে দাম বেশি পরবে। মালদ্বীপে প্রতিটি জায়গায়তে কমপক্ষে ১টা হলেও ফুটবল মাঠ পাবেন, আর যদি কেউ ফুটবল ফ্রেক হয়ে থাকেন ২/১ টা গোল দিয়ে আসতে পারেন 🛑শপিং টিপস: মালদ্বীপ থেকে আমি শপিং করার মতন কিছুই পাইনি, সবই মনে হয়েছে আমাদের দেশে আরো ভালো পাওয়া যায়। ✅Subscribe us: /channel/UCNQU ... ✅Our Facebook page: https://web.facebook.com/Hilali-49190 ... /watch/U4FYZEobCdPbY maldives,maldives island,maldives visa for bangladeshi,maldives work visa for bangladeshi,maldives tour from bangladesh,maldives tour plan and budget,maldives vlog,maldives tourism,maldives resort,maldives travel,bangladesh,maldives tourist visa from bangladesh,maldives tour guide,honeymoon in maldives,maldives tour cost,maldives tourist places,maldives,tour package,maldives city tour, price,maldives honeymoon package,akashbari holidays,maldives tourist spots,emi tour packages in bangladesh,places to visit in maldives male,places to visit in maldives for couples,famous in maldives,secret places in maldives,best time to visit maldives,maldives place details,maldives vlog,maldives honeymoon vlog,youtube maldives resorts,kara and nate maldives,maldives travel guide,maldives resort,maldives rajdhani,male city tour,maldives city images,underwater maldives,maldives underwater restaurant video,maldives travel blog,maldives travel guide book,maldives travel guide blog,maldives travel brochure,maldives travel diary,maldives package from bangladesh,bangladesh to maldives air ticket price #maldives_tour #honeymoon_tour #bangla_vlog #bangladeshi_travel #Maldives_package_tour #কম_খরচে_মালদ্বীপ_ভ্রমণ_মালদ্বীপ_ভ্রমণ #কম খরচে মালদ্বীপ,মালদ্বীপ ভ্রমণ প্যাকেজ,কম খরচে মালদ্বীপ ভ্রমণ,মালদ্বীপ,ভিসা ছাড়া মালদ্বীপ ভ্রমন,Maldives Tour,Vlog,bangla travel vlog,মাফুশী,maldives island,touriest attraction,hilali

Category

Show more

Comments - 863